হত্যাকাণ্ডের তদন্ত করতে জাতিসংঘকে বিএনপির চিঠি

সত্য তুলে ধরতে না পারলে আগামী দিনেও স্বৈরাচার সরকার আসবে: খসরু

হত্যাকাণ্ডের তদন্ত করতে জাতিসংঘকে বিএনপির চিঠি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে সব হত্যাকাণ্ডের তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন।

এর আগে বিএনপির প্রতিনিধি দল জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করে।

আমীর খসরু বলেন, 'একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সব ঘটনা উদঘাটন করতে জাতিসংঘকে অনুরোধ করেছি।'

তিনি বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে হত্যাযজ্ঞ-খুন হয়েছে, সেটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের ভেতরে ও বাইরে যে ঘটনার মাধ্যমে এই হত্যাযজ্ঞ হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাকে জাতির সামনে ও বিশ্বের সামনে তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে নিজের দেশের মানুষকে হত্যা করে জোর করে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা যাতে কারও না থাকে। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এ ধরনের একটি পরিচ্ছন্ন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছি।'

'অন্তর্বর্তীকালীন সরকারকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য এবং আমরা আশা করছি জাতির এই ক্রান্তি লগ্নে এ রকম একটি তদন্ত সবার আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি,' যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, 'একটি গণহত্যা হয়েছে, একটি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়। এ জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ-স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। এটার অর্থ এই নয় যে, দেশের আইনি ব্যবস্থা এর সঙ্গে সাংঘর্ষিক। আমাদের আইন বিভাগে আইন বলে তো কিছু ছিল না দেশে। সেটা এখন আমরা ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি।'

তিনি বলেন, 'দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা অন্য বিষয়। বাংলাদেশে যেটা ঘটেছে, এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এটার প্রতিবাদ করেছে। সে কারণে আমরা মনে করি, আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ-নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এই তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এ রকম স্বৈরাচার, এ রকম ফ্যাসিস্ট সরকার আসবে। বাংলাদেশের জনগণকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। আমরা চিরতরে এটার অবসান চাই।'

জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন বলে জানান এই বিএনপি নেতা।

বিএনপি বলছেন গণহত্যা হয়েছে, গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতও আছে, বিএনপির সেখানে যেতে কোনো বাধা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এই আইসিসির ব্যাপার না। আইসিসিতে যেতে হলে আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে এবং আইসিসিতে যেতে কোনো বাধা নেই। আজকে আমরা চিঠি দিতে এসেছি। এর পরবর্তীতে আমরা কোথায় যাব সেটা জানানো হবে।'

একজন গণহত্যাকারী দেশে ফিরে এসে রাজনীতি করার অধিকার রাখে কি না জানতে চাইলে খসরু বলেন, 'ফিরে আসা-না আসা তাদের ব্যাপার। গণহত্যা নিয়ে তাদের যে বিচারের সম্মুখীন হবে সেটা নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই।'

Comments

The Daily Star  | English

Netanyahu now a wanted man

ICC issues arrest warrants for the Israeli PM, his former defence chief for war crimes and crimes against humanity; 66 more killed in Gaza

7m ago