নেশন্স লিগ

ফাইনালের আগে পরস্পরকে নিয়ে যা বললেন রোনালদো-ইয়ামাল

ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী লড়াই হবে স্পেন ও পর্তুগালের মধ্যে। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো পরস্পরকে মোকাবিলা করবেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লামিন ইয়ামাল।

জার্মানির মিউনিখ শহরের আলিয়াঞ্জ অ্যারেনায় গড়াবে ফাইনাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত একটায়। এই ম্যাচকে সামনে রেখে রোনালদো ও ইয়ামালের দ্বৈরথ ঘিরে বাড়তি উন্মাদনা কাজ করছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তি রোনালদোর সঙ্গে চলতি গ্রীষ্মে শেষ হয়ে যাচ্ছে সৌদি ক্লাব আল নাসরের চুক্তি। অন্যদিকে, স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার বিস্ময়বালক ইয়ামাল আছেন এবারের ব্যালন ডি'অর জয়ের দৌড়ে।

ফাইনালের আগে পরস্পরকে নিয়ে কথা বলেছেন ৪০ পেরিয়ে যাওয়া রোনালদো ও ১৮ বছর ছুঁইছুঁই ইয়ামাল। সেখানে ফুটে উঠেছে শ্রদ্ধা, নম্রতা ও প্রশংসাসহ আরও নানা গুরুত্বপূর্ণ দিক ও অনুভূতি।

নেশন্স লিগের প্রথম আসরে (২০১৮-১৯ মৌসুমে) চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। প্রতিযোগিতাটির গত আসরে (২০২২-২৩) শিরোপা জিতেছিল স্পেন। দলটি এই নিয়ে নেশন্স লিগে টানা তৃতীয়বারের মতো ফাইনালে অংশ নিচ্ছে।

ইয়ামালকে নিয়ে রোনালদো:

'এই ছেলেটি ক্লাব ও জাতীয় দলে খুব ভালো খেলছে, যা তাকে অনেক সাহায্য করছে।'

'এটি তার জন্য একটি দারুণ মঞ্চ, যেখানে সে তার দক্ষতা দেখাতে পারবে।'

'তাকে বেড়ে উঠতে দিন, তার ওপর বাড়তি চাপ প্রয়োগ করবেন না, যাতে আমরা অনেক বছর ধরে এমন একটি প্রতিভাকে উপভোগ করতে পারি।'

'আমি চাই, তার ওপর থেকে সমস্ত চাপ সরিয়ে নেওয়া হোক এবং তাকে শান্তিতে থাকতে দেওয়া হোক। তার মধ্যে অনেক প্রতিভা আছে।'

রোনালদোকে নিয়ে ইয়ামাল:

'তিনি একজন ফুটবল কিংবদন্তি। বাকি সব খেলোয়াড়ের মতো আমিও ক্রিস্তিয়ানোর প্রতি গভীর শ্রদ্ধাশীল।'

'এটাই সেই ধরনের ম্যাচ, যেখানে আমি খেলতে চাই— নিজেকে প্রমাণ করার জন্য।'

Comments

The Daily Star  | English

Luxury car sales plunge amid political, economic uncertainty

Sales have been nearly stagnant since the political unrest and mass protests of July last year

10h ago