নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে এবং কিশোরগঞ্জের হোসেনপুরে খামারে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে আমির ফয়সাল নামে ১১ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে সিআইখোলা এলাকার একটি লেক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে ফরিদপুর জেলার সদরপুরের ফজলু হাওলাদারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, গতকাল শিশুটি তার বাবার সঙ্গে একটি হাটে কোরবানির পশু নিয়ে এসেছিল। আজ দুপুরে লেকে গোসল করতে নেমে শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন মাছের খামারে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় আড়াই ঘণ্টা পর নুসরাত জাহান নামে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিশুটি উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। সে ঠাডার কান্ডা ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, আজ বিকেল পৌনে ৩টার দিকে নুসরাত ওই খামারে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খরব দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নুসরাতের মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল হয়েছে।

উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিদ্ধিরগঞ্জ ও হোসেনপুর থানার ওসি।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

2h ago