তিন শূন্যের দেশ গড়ার লক্ষ্যে এবারের বাজেট: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ বাজেট ২০২৫-২৬

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তার বাজেট বক্তৃতায় বাংলাদেশকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বনমুক্ত জাতিতে রূপান্তরিত করার ওপর জোর দিয়েছেন।

অর্থ উপদেষ্টার আশা, 'জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় তৈরি' এ বাজেট ন্যায়সঙ্গত ও টেকসই সমাজ গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টা করবে।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং একটি উন্নত সমাজ গঠনের লক্ষ্যে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার মূল লক্ষ্য হল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমনকারী একটি সমাজ প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, 'এর মাধ্যমে, আমরা আমাদের জনগণের জীবনমানের গভীর রূপান্তর আনতে এবং বৈষম্যের দুষ্টচক্র থেকে মুক্ত হতে চাই।

'জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এই দৃষ্টিভঙ্গির ভিত্তি স্থাপন করেছে' বলেও মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, 'আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, বাসযোগ্য স্বদেশ রেখে যাওয়ার এবং আমাদের জনগণের জীবনে সুদূরপ্রসারী পরিবর্তনের ঢেউ আনার প্রত্যাশা করি। এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আমরা এ বছরের বাজেট প্রস্তাব রাখার চেষ্টা করেছি।'

আজ সোমবার বিকেল ৩টায় সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ রাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন।

সংসদ না থাকায় অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

বাজেট বক্তৃতার শুরুতে অর্থ উপদেষ্টা একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করেন। একইসঙ্গে তিনি স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় শহীদদের। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। বলেন, '২০২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। আমাদের ওপর বর্তায় বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন কাজটি।

'আমি স্বস্তি এবং আনন্দের সাথে জানাতে চাই, মাত্র ১০ মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেকদূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে। জুলাই অভ্যুত্থান এর পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হবো ইনশাল্লাহ।'

১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে আগামী ৩০ জুন।

সর্বশেষ ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল।

 

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

18m ago