জমির নামজারিতে কর কমবে

জমির নামজারিতে কর কমবে
গ্রাফিক্স: সালমান শাকিব শাহরিয়ার

অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-২৬ অর্থবছর থেকে জমির মালিকানা পরিবর্তনের পর নামজারির ওপর কর কমানোর প্রস্তাব করেছে।

প্রকৃত বিক্রয় মূল্যে সম্পত্তির দাম নিবন্ধনকে উৎসাহিত করতে এবং অঘোষিত আয়ের পরিমাণ কমাতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

বর্তমানে, উচ্চ কর এড়াতে অনেকে জমি ও সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে বাজার দরের চেয়ে কম দাম দেখিয়ে নিবন্ধন করে।

নতুন প্রস্তাব অনুযায়ী, সম্পত্তির অবস্থানের ওপর নির্ভর করে জমির নামজারিতে খরচ এক থেকে দুই শতাংশ পয়েন্ট কমানো হবে।

২০২৫-২৬ অর্থবছর থেকে এ খাতে সর্বোচ্চ করের হার হবে ৬ শতাংশ এবং সর্বনিম্ন হবে ১ শতাংশ।

 

Comments