পিএসজিকে ট্রেবল জিতিয়ে গার্দিওলার কীর্তিতে ভাগ বসালেন এনরিকে

ছবি: এএফপি

বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে আরেকটি সোনালী অধ্যায় লিখলেন লুইস এনরিকে। ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জিতিয়ে পেপ গার্দিওলার রেকর্ডে ভাগ বসালেন তিনি।

৫৫ বছর বয়সী এনরিকে ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ, যিনি দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন। এতদিন এই অর্জনের একক মালিক ছিলেন গার্দিওলা। দুজনই স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার, জাতীয় দল ও ক্লাবে খেলেছেন একসঙ্গে।

শনিবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একতরফা ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এতে প্রথমবারের মতো ইউরোপের সেরার মুকুট জিতেছে অসাধারণ ছন্দে থাকা ফরাসি ক্লাবটি। ফলে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে তাদের মর্যাদাপূর্ণ ট্রেবল পূর্ণ হয়েছে। এর আগে প্যারিসিয়ানরা লিগ ওয়ান ও ফরাসি কাপ ঘরে তুলেছে।

এনরিকে প্রথমবার ট্রেবল জিতেছিলেন ২০১৫ সালে। তখন স্বদেশি ক্লাব বার্সেলোনার দায়িত্বে থেকে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। এক দশক পর পিএসজিকে একই সাফল্য পাইয়ে দিয়ে কিংবদন্তি কোচদের কাতারে নিজের নাম আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

২০০৯ সালে গার্দিওলাও প্রথমবার ট্রেবল জিতেছিলেন বার্সার কোচ হিসেবে। এরপর ২০২৩ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি।

এনরিকের এই অর্জন শুধু তার ক্যারিয়ার নয়, কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টসের মালিকানাধীন পিএসজির ইতিহাসেও এক নতুন উচ্চতা যোগ করেছে। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় অনেক ব্যর্থতার পর অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পেরেছে পার্ক দে প্রিন্সেসের দলটি। এর আগে ২০২০ সালে ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের।

অথচ ৩৬ ক্লাব নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ছিল পিএসজি। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছিল তারা, হেরেছিল তিনটিতে, ড্র করেছিল বাকিটিতে। খাদের সেই কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেয় দলটি। এরপর তাদেরকে আর থামানো যায়নি।

শিরোপা নির্ধারণী মঞ্চে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখানো পিএসজির সামনে বিন্দুমাত্র পাত্তা পায়নি বিবর্ণ ইন্টার। এমনকি এনরিকের শিষ্যদের জয়ের ব্যবধান এর চেয়ে বড় হলেও অবাক হওয়ার উপায় ছিল না!

ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে পিএসজি। তারা বসেছে মার্সেইয়ের পাশে, যারা ১৯৯৩ সালে মিউনিখেরই অলিম্পিয়া স্টেডিয়ামে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে একটি জায়গায় প্যারিসিয়ানরা অনন্য। ফরাসি কোনো দলের ট্রেবল জয়ের কীর্তি এটিই প্রথম।

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks snag on women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

1h ago