ইনজুরি থেকে ফিরলেন নেইমার, তবে সান্তোসে ভবিষ্যৎ অনিশ্চিত

দীর্ঘ এক মাসের ইনজুরি বিরতির পর আবার মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে তার প্রত্যাবর্তনও সান্তোসকে রক্ষা করতে পারেনি কোপা দো ব্রাজিল থেকে বিদায় নেওয়ার হাত থেকে। সিআরবির বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় সান্তোস।

বিগত কয়েক বছর ধরেই একের পর এক ইনজুরিতে ভুগছেন নেইমার। চলতি বছরেই এটি তার দ্বিতীয় বড় চোট। গত মাসে ইনজুরিতে পড়ার পর মাঠ ছাড়তে হয় তাকে চোখের জলে। তবে এবার ঊরুর চোট কাটিয়ে বৃহস্পতিবার ফিরলেন মাঠে, যদিও দলের হার এড়াতে পারেননি।

সৌদি আরবের আল-হিলাল থেকে ফিরে নিজের শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। গণমাধ্যমের তথ্যমতে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তি চলবে ৩০ জুন পর্যন্ত। তবে এরপর তিনি ক্লাবে থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি নেইমার।

ম্যাচশেষে অবশ্য তার কাছে জানতে চাওয়া হয় চুক্তি নবায়নের বিষয় নিয়ে। অ্যামাজন প্রাইমকে দেওয়া সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় নেইমার বলেন, 'এখনও জানি না।'

অন্যদিকে, ব্রাজিলিয়ান লিগে সান্তোসের পারফরম্যান্সও ভীষণ হতাশাজনক। ২০২৫ মৌসুমে প্রথম ৯ ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে দলটি। ফলে লিগ টেবিলের একেবারে নিচের দিকেই অবস্থান করছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

6h ago