ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল ছাড়বেন মদ্রিচ

Luka Modric

গুঞ্জন ছিল, নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় আছেন লুকা মদ্রিচ। এই ক্রোয়েশিয়ানের চুক্তি নবায়ন করতে বলেছিলেন তিনি। তবে তা গুঞ্জন আকারেই মিলিয়ে গেছে। কারণ এই গ্রীষ্মে ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদ ছাড়বেন ঘোষণা দিয়েছেন অধিনায়ক মদ্রিচ।

আগামী শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জার্সিতে শেষবারের মতো খেলবেন ৩৯ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। গত বছর তিনি এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন, যা শেষ হয়ে যাবে এই মৌসুমের শেষে।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী এই তারকা লিখেছেন, 'সময়টা চলে এসেছে—যে সময়টা কখনও আসুক চাইনি, কিন্তু এটাই ফুটবল, এটাই জীবন। জীবনে প্রতিটি কিছুরই একটা শুরু আছে, আর একদিন শেষও হয়।'

'২০১২ সালে আমি এখানে এসেছিলাম, বিশ্বের সেরা ক্লাবের জার্সি গায়ে দেওয়ার স্বপ্ন আর বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু এরপর যা ঘটেছে, তা কখনও কল্পনাও করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলাটা আমার খেলোয়াড়ি জীবন ও ব্যক্তিজীবন—দুইই বদলে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সাফল্যময় এক যুগের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের ব্যাপার,' যোগ করেন তিনি।

টটেনহ্যাম হটস্পার থেকে ২০১২ সালে রিয়ালে যোগ দেন মদ্রিচ। এর পর এই ক্লাবটির হয়ে ছয়টি চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা সহ মোট ২৮টি শিরোপা জিতেছেন এই কিংবদন্তি।

এই মৌসুমে লা লিগায় মদ্রিচ ৩৪ ম্যাচে মাঠে নেমে ২টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন। রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও আর্সেনালের কাছে মোট ৫-১ ব্যবধানে হেরে বিদায় নেয়। প্রতিটি ম্যাচেই খেলেছিলেন মদ্রিচ।

আগামী ১৮ জুন সৌদি আরবের আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল তাদের ক্লাব ওয়ার্ল্ড কাপ অভিযান শুরু করবে। গ্রুপপর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে মেক্সিকোর পাচুকা ও অস্ট্রিয়ার আরবি সালজবুর্গ।

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago