পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছে সরকার। 

সাধারণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ কমিটি প্রযোজ্য হবে।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সভাপতিত্বে কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

শিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার এক প্রজ্ঞাপনে এই সার্চ কমিটির কথা জানিয়েছে।

এতে বলা হয়, কমিটি প্রয়োজনে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে।

কমিটির কার্যক্রম হবে—যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও পর্যালোচনা করে প্রতিটি পদে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত এবং প্রস্তাবিত তালিকা রাষ্ট্রপতি ও আচার্যের কাছে সুপারিশ হিসেবে উপস্থাপন করা।

এই প্রক্রিয়া উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 
 

Comments

The Daily Star  | English

UN requested logistical support, not 'corridor' for aid to Rakhine

NSA Khalil clarifies Bangladesh has not and will not discuss any corridor to Rakhine

49m ago