আবাহনীর হারে পেশাদার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন মোহামেডান

ছবি: ফেসবুক

আবাহনী লিমিটেড হারলেই চ্যাম্পিয়ন হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সমীকরণ ছিল এমন। হলোও সেটাই। কুমিল্লায় বৃষ্টি ও বজ্রপাতে কিছুক্ষণ বন্ধ থাকা ম্যাচে শেষমেশ ফর্টিস এফসির সঙ্গে পেরে উঠল না আবাহনী। সঙ্গে সঙ্গে উৎসব শুরু হয়ে গেল প্রায় ১০০ কিলোমিটার দূরে ঢাকায় অবস্থিত মোহামেডানের প্রাঙ্গণে। প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ঐতিহ্যবাহী দলটি।

শনিবার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০ জনের ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীরা পরাস্ত হওয়ায় তিন ম্যাচ হাতে রেখেই ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতেছে মোহামেডান।

২০০৭ সালে পেশাদার লিগ চালু হওয়ার পর এটাই সাদা-কালো জার্সিধারীদের প্রথম শিরোপা। ফলে ফুরিয়েছে তাদের দীর্ঘ অপেক্ষার পালা। এর আগে চারবার রানার্সআপ হয়েছিল দলটি (২০০৭, ২০০৮-০৯, ২০০৯-১০ ও ২০২৩-২৪)। প্রিমিয়ার লিগ জেতা পঞ্চম ক্লাব মোহামেডান। বাকিরা হলো আবাহনী (রেকর্ড ছয়বার), বসুন্ধরা কিংস (পাঁচবার), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (তিনবার) ও শেখ রাসেল ক্রীড়া চক্র (একবার)।

১৫ ম্যাচে ১২ জয়, ২ ড্র ও ১ হারে শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট ৩৮। আবাহনী সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। গত মৌসুমের শিরোপাজয়ী বসুন্ধরা তিন নম্বরে আছে ২৫ পয়েন্ট পেয়ে। ১০ দলের লিগে সপ্তম স্থানে থাকা ফর্টিসের পয়েন্ট ২২।

দেশের শীর্ষ লিগ বিবেচনায় নিলে দীর্ঘ ২৩ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হওয়া মোহামেডান। সবশেষ তারা ২০০২ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের শিরোপা জিতেছিল। সামগ্রিকভাবে এটি ঐতিহ্যবাহী ক্লাবটির ২০তম লিগ শিরোপা।

কুমিল্লায় বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে যাওয়ায় স্বাভাবিক গতিতে খেলা চলতে পারেনি। সাদামাটা আবাহনীর বিপক্ষে শুরু থেকে উজ্জ্বল ছিল ফর্টিস। ১৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে তাদেরকে এগিয়ে দেন পা ওমর। গাম্বিয়ার ফরোয়ার্ড নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হয়েছিলেন। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

ম্যাচের ৭৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। দলটির ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক প্রতিপক্ষের ফরোয়ার্ড সুমন রেজার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন। তখন মনে হচ্ছিল, একজন বেশি নিয়ে ঘুরে দাঁড়িয়ে আবাহনী ম্যাচে ফিরবে। কিন্তু সেটা ঘটেনি। বরং দুই মিনিটের মধ্যে আরেক গোল হজম করে আকাশি-নীল জার্সিধারীরা। দূরপাল্লার শটে ফর্টিসের হয়ে ব্যবধান বাড়ান মিডফিল্ডার সাজেদ হাসান জুম্মন নিঝুম।

৮০তম মিনিটে স্কোরলাইন ২-১ করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে আবাহনী। ব্রাজিলের মিডফিল্ডার রাফায়েল আগুস্তোর ফ্রি-কিকে হেডে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার ইয়াসিন খান। তবে শেষরক্ষা হয়নি। বাকি সময়ে বেশ কিছু আক্রমণ চালিয়েও আর গোল পায়নি আবাহনী। তাই শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার হাসি হেসেছে মোহামেডান।

Comments

The Daily Star  | English

Food, Fast: Behind delivery boom lies a workforce without rights or recognition

Thousands of young Bangladeshis from rural, low-income backgrounds are entering the gig economy to sustain their education

13h ago