হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ২ যুবক নিহত, আহত ৩

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া, দুর্বৃত্তরা তিনজনকে কুপিয়ে জখম করেছে।
নিহত দুজন হলেন—নুর ইসলাম (২৪) ও সামিউর রহমান (২৭)।
শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাদের হাসপাতালে নিয়ে আসে।
নুরের বড় ভাই ওসমান গনি দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি বরিশালের আগৈলঝড়া উপজেলার সুজন কাঠি গ্রামে। তার বাবার নাম আবুল ফকির। নুর বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি করতেন।
'এদিন রাতে কাদেরাবাদ হাউজিং সংলগ্ন পুলপাড় এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে তার দুটি ক্যামেরা ও একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন প্রথমে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। রাত সাড়ে ৯টার দিকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি,' বলেন তিনি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আমরা খোঁজ নিচ্ছি কী হয়েছিল।'
অন্যদিকে হাজারীবাগ থানার কাছে চার যুবককে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সামিউর রহমান আলভীকে (২৭) মৃত ঘোষণা করেন।
বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আলভীকে হাসপাতালে নিয়ে আসে তার বন্ধু তানভীর হোসেন। তিনি জানান, আলভী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, 'আমরা যতদূর জানতে পেরেছি, ১৫-১৬ জন তাদের ধাওয়া করে কুপিয়ে আহত করেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, বৃহস্পতিবার ধানমন্ডি লেক এলাকায় এদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছিল। অপরাধীদের ধরতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Comments