পাল্টাপাল্টি শুল্ক কমানোর চুক্তি চীন-যুক্তরাষ্ট্রের

অবশেষে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ বন্ধের আভাস মিলেছে। দুই দেশের যৌথ ঘোষণায় সেরকমই ইঙ্গিত পাওয়া গেছে।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এই তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন-বেইজিংয়ের পাল্টাপাল্টি শুল্ক বিশ্ব অর্থনীতিতে বড় আকারে বিঘ্ন ও পুঁজিবাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করে।
সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের দুই দিনের বৈঠক শেষে উভয় পক্ষ একটি যৌথ বিবৃতি প্রকাশে করে জানিয়েছে, ৯০ দিনের জন্য একে অপরের পণ্যে আরোপ করা আমদানি শুল্ক বড় আকারে কমানো হচ্ছে।
চীনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের জানান, উভয় পক্ষ আগামী ৯০ দিন একে অপরের পণ্যে নতুন করে কোনো শুল্ক আরোপ করবে না এবং ইতোমধ্যে আরোপ করা শুল্ক ১১৫ শতাংশ কমানো হবে।
Comments