মুন্সীগঞ্জ লঞ্চঘাটে দুই নারীকে পেটানোর ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি ব্লাস্টের

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে দুই তরুণীকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপসহ ওই দুই তরুণীর নিরাপত্তার জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জোরাল দাবি করছে ব্লাস্ট।

এছাড়া, এই ধরনের সহিংসতা বিদ্যমান আইনানুযায়ী বিচার করা এবং এ সহিংসতায় দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত বিষয়ক সুস্পষ্ট নির্দেশনা প্রণয়নে সরকারিভাবে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৯ রাত সাড়ে ৯টার দিকে দুই তরুণী ঢাকা-লালমোহন রুটের লঞ্চে করে পিকনিক শেষে বাড়ি ফিরছিলেন।

সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, নেহাল আহমেদ জিহাদ নামে এক ব্যক্তি ওই দুই তরুণীকে প্রকাশ্যে মারধর করেন এবং তিনি প্রকাশ্যে দোষ স্বীকার করেছেন যে 'ভাই হিসেবে শিক্ষা দেওয়ার জন্যই'  তিনি এই কাজ করেছেন।

ব্লাস্ট জানায়, এ ধরনের মারধরের ঘটনা দণ্ডবিধির ৩২৩ (কোনো ব্যক্তিকে আঘাত করার শাস্তি), ৩২৫ (কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করার শাস্তি) ৩৫৪ (শ্লীলতাহানি) -ধারার অধীনে, শিশু আইন ২০১৩ এর অধীনে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারা অনুযায়ী আরও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হতে পারে। একইসঙ্গে, এই ধরনের সহিংসতা বাংলাদেশ সংবিধানের ৩১ অনুচ্ছেদে (আইনের আশ্রয় লাভের অধিকার) এবং ৩৫(৫) অনুচ্ছেদের (বিচার ও দণ্ড সম্পর্কে সুরক্ষা) সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক।

‌এই বিষয়ে এরইমধ্যে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিখিত আবেদন করেছে ব্লাস্ট।

 

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago