ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে, দ. আফ্রিকায় যাচ্ছেন প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: স্টার

দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। কমিশন গঠনের আগে অভিজ্ঞতা অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টাসহ একটি টিম। 

আজ শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের 'গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫' দ্বিতীয় খসড়ার ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল এ তথ্য জানান।

তবে কবে দক্ষিণ আফ্রিকা যাবেন কিংবা কবে ফিরে আসবেন, বক্তব্যে তিনি তা বলেননি।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, 'এই উপলক্ষে আমি এবং প্রধান বিচারপতি টিম নিয়ে সাউথ আফ্রিকায় যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে আপনাদের (সাংবাদিকদের) অভিজ্ঞতা শেয়ার করব।'

'আমার মনে হয় অনন্তকাল হানাহানি করে জাতির মুক্তি আসবে না। জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে।'

তিনি আরও বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মতো কাজ করেছে, তারা খুব বেশি সংখ্যক না। তাদের যথেষ্ট শাস্তির ব্যবস্থা আমাদের করতে হবে। তারা যে এই জাতি থেকে বিচ্ছিন্ন, মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে প্রতিষ্ঠিত করতে হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। যারা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা করেছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ উপযুক্ত বিচার করতে আমরা বদ্ধপরিকর।'

'আমরা কঠোর আইন করে যাব, যাতে এই ধরনের অপরাধ না হয়। একইসঙ্গে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে যাব, যাতে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধীরা যে এই সমাজ থেকে বিচ্ছিন্ন, তা এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠা পাবে।'

উপদেষ্টা আরও বলেন, রিকনসিলিয়েশন কমিশনের দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

8m ago