দুই গোলের লিড নিয়েও জিততে পারলো না বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে হতাশাজনক সূচনা করেছে শিরোপার অন্যতম দাবিদার বাংলাদেশ। মালদ্বীপের সঙ্গে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে।

শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে 'এ' গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমার্ধে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও রিফাত কাজীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে মালদ্বীপের আনুফ আব্দুল্লাহ ও ইথান ইব্রাহিমের গোলে সমতায় ফেরে প্রতিপক্ষ।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে দাপট দেখায় বাংলাদেশ। ১৩তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক ফয়সাল। এর কিছুক্ষণ আগেই গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন স্যামুয়েল রাকসান।

২৫তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়ার পর লক্ষ্যভ্রষ্ট শট নেন রিফাত। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে হেড থেকে গোল করে দলকে দুই গোলে এগিয়ে দেন তিনিই।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। মালদ্বীপের আক্রমণভাগের পাস ঠেকাতে হিমশিম খায় বাংলাদেশের রক্ষণভাগ। ৫৭তম মিনিটে ব্যবধান কমান আব্দুল্লাহ। এরপর ৭৩তম মিনিটে ইব্রাহিমের নিচু বাঁ পায়ের শটে সমতায় ফেরে মালদ্বীপ।

ফলে জয়বঞ্চিত থেকেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। রোববার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে তারা।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago