ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠাল ইসলামাবাদ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আধা-সামরিক বাহিনীর সদস্যদের প্রহরা। ছবি: এএফপি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আধা-সামরিক বাহিনীর সদস্যদের প্রহরা। ছবি: এএফপি

ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানে হামলার প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ।  

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের একাধিক অবস্থানে সম্পূর্ণ বিনা উসকানিতে ভারতের হামলার তীব্র প্রতিবাদ জানাতে' চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে ডাকা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ভারতের প্রকাশ্য আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও আন্তরাষ্ট্রীয় সম্পর্কের প্রচলিত রীতি লঙ্ঘন করেছে। ভারত, পাকিস্তানের বিরুদ্ধে শত্রুসূলভ আচরণের যে অভিযোগ এনেছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং আমরা তা নাকচ করছি।'

পাকিস্তানে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তব। ফাইল ছবি: এক্স
পাকিস্তানে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তব। ফাইল ছবি: এক্স

'ভারতীয় পক্ষকে হুশিয়ার করা হয়েছিল যে এ ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতি গুরুতর হুমকি'।

এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় এই ২৬ জন নিহত হয়েছেন।

সামরিক মুখপাত্র আরও বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সী দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

তিনি বলেন, আহত ৩৭ জনের মধ্যে নয়জন নারী এবং ২৮ জন পুরুষ।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

1h ago