হার্ভার্ডকে আর নতুন অনুদান না দেওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নতুন আর কোনো অনুদান না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
গত কয়েক সপ্তাহ ধরেই হার্ভার্ডসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় মার্কিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধ চলছে। সরকারের ভাষ্য, এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষমূলক কর্মকাণ্ড চলতে দিয়েছে। এই অভিযোগে বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট কর্তন, কর অব্যাহতি সুবিধা এবং বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন হার্ভার্ডের প্রেসিডেন্টের কাছে পাঠানো এবং অনলাইনে প্রকাশিত এক চিঠিতে বলেন, বিশ্ববিদ্যালয়টির আর ফেডারেল সরকারের কাছে অনুদানের জন্য আবেদন করা উচিত নয়, কারণ তাদের নতুন কোনো অনুদান দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, হার্ভার্ড তার আইনি বাধ্যবাধকতা, নৈতিক ও আর্থিক দায়িত্ব, স্বচ্ছতার নীতি এবং একাডেমিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নিয়মিত স্থান পাওয়া হার্ভার্ড সম্প্রতি ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়ে। বিশ্ববিদ্যালয়টি ভর্তি প্রক্রিয়া, নিয়োগ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর সরকারি নজরদারি মানতে অস্বীকৃতি জানানোর পর এই টানাপোড়েন শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন এপ্রিলের মাঝামাঝিতে হার্ভার্ডের জন্য বরাদ্দ ২২০ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করে এবং মোট ৯০০ কোটি ডলারের তহবিল পর্যালোচনার অধীনে রাখে।
ট্রাম্প প্রশাসনে শিক্ষার দায়িত্ব পাওয়া সাবেক রেসলিং কর্মকর্তা ম্যাকমাহন তার চিঠিতে উল্লেখ করেছেন, 'এই চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির জন্য নতুন অনুদান বন্ধ করা হলো।'
২০২৪ সালের হিসাব অনুযায়ী, হার্ভার্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয়, যার এনডাওমেন্ট বা তহবিলের পরিমাণ ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলার।
Comments