ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

বাংলাদেশের ওয়ানডে র‍্যাঙ্কিং ২০২৫
ছবি: এএফপি

আইসিসি র‍্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে তাদের অবনতি হয়েছে এক ধাপ। ফলে টাইগাররা এখন পিছিয়ে অবস্থান করছে ১০ নম্বরে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সোমবার সদস্য দেশগুলোর তিন সংস্করণের র‍্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ প্রকাশ করেছে। ওয়ানডেতে বাংলাদেশ দল ৪ পয়েন্ট হারিয়েছে। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৬।

অন্য দুই সংস্করণে আগের মতোই নবম স্থানে রয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। টেস্টে তাদের রেটিং পয়েন্ট ৬২, টি-টোয়েন্টিতে ২২৫।

হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর রেটিংয়ের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। আর আগের দুই বছরের ম্যাচগুলোর রেটিংয়ের ৫০ ভাগ হিসাব করা হয়েছে।

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয়। গত বছরের শুরু থেকে খেলা ১১ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা। গত দুটি দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে দলটি। এরপর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি কোনো ম্যাচ।

এই সংস্করণের শীর্ষে নিজের অবস্থান মজবুত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। ভগ্নাংশের ব্যবধানে দুইয়ে উঠে এসেছে নিউজিল্যান্ড, তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা চারে উঠেছে পাঁচে থাকা পাকিস্তান ও ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে টপকে। উন্নতি হয়েছে আফগানিস্তানের। ইংল্যান্ডকে আটে নামিয়ে তারা অবস্থান করছে সাতে। বাংলাদেশের ঠিক ওপরে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এক নম্বর দল ভারত ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার অবস্থান। তাদের রেটিং পয়েন্ট ১২৬। কোনো সংস্করণেই শীর্ষস্থানে পরিবর্তন আসেনি।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

48m ago