মার্কিন ট্যারিফ স্থগিত করা হলেও বাংলাদেশে যে প্রভাব পড়ছে

স্টার এক্সপ্লেইন্স

বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বাড়তি যে শুল্ক আরোপ করেছে সেটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এরপরই সরকারের পদক্ষেপ একরকম ঝিমিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ পোশাক রপ্তানিকারকরা।

অথচ ইতোমধ্যে আমাদের উদ্যোক্তারা নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। কি সেই ঝুঁকি?

মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট তিন মাস শেষে যে সিদ্ধান্তই শেষ পর্যন্ত নিক আমরা কী সেই অবস্থায় টিকে থাকার জন্য প্রস্তুত? বর্তমান অবস্থা চলতে থাকলে রপ্তানি কমলে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে?

Comments

The Daily Star  | English

Not going anywhere till the job is done: Adviser Wahiduddin Mahmud

When asked about the chief adviser's resignation the adviser said, 'But he did not say he was leaving'

50m ago