আল-আহলিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে গর্বিত ফিরমিনো

লিভারপুলের হয়ে এর আগে পেয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্বাদও পেলেন রবার্তো ফিরমিনো। সৌদি ক্লাবের হয়ে ইতিহাস গড়ে ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতে গর্বিত অনুভব করছেন এই ব্রাজিলিয়ান।

শনিবার প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেদ্দাভিত্তিক ক্লাব আল-আহলি। কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ে অনুপ্রেরণাদায়ক ভূমিকার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফিরমিনো।

ম্যাচ শেষে বলেন, 'আমি খুব খুশি এবং দলের জন্য গর্বিত। এখানে ইতিহাস গড়তে পেরে এবং ক্লাব, পরিবার ও বন্ধুদের সমর্থনের প্রতিদান দিতে পেরে আনন্দিত। এই প্রতিভা ও সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ ও নিজেকে ভাগ্যবান মনে করি। সবসময় আমার সেরা চেষ্টা করি দল ও সতীর্থদের সাহায্য করতে।'

এই অভিজ্ঞ ফরোয়ার্ড ফাইনালে পৌঁছানোর পথে ছয়টি গোল করেন এবং ফাইনালেও ছিলেন অনবদ্য। ৩৫তম মিনিটে গালেনোর গোলে দুর্দান্ত একটি পাস দেন তিনি, এর সাত মিনিট পর ফ্রাঙ্ক কেসিকে অসাধারণ ক্রস দেন, যেটি থেকে গোল করেন কেসি।

'এই শিরোপা আমাদের মনস্টার মেন্টালিটি দেখিয়ে দিয়েছে। আমরা সবসময় বিশ্বাস করেছি যে আমরা চ্যাম্পিয়ন হতে পারি—এবং আমরা পেরেছি,' বলেন ফিরমিনো।

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ৫৮,০০০ দর্শককে কৃতজ্ঞতা জানিয়ে আল আহলির কোচ ম্যাথিয়াস ইয়াইসল বলেন, 'আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত—তারা যেভাবে খেলেছে, পারফর্ম করেছে, পুরো যাত্রাটা অসাধারণ ছিল। ভক্তরাও এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে। একত্রে আমরা বিশেষ কিছু অর্জন করতে পারি—আজকের রাত ছিল তার প্রমাণ। সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে পারাটা খুব ভালো লাগছে।'

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

14h ago