মার্শাল আর্ট ঘরানার সিনেমা মানেই ছিল ‘ব্রুস লি’খ্যাত এই নায়কের সিনেমা

রুবেল
রুবেল। ছবি: সংগৃহীত

'লড়াকু' সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক নিয়েছিল বলে মনে করা হয়। এই সিনেমার আগে অন্য সিনেমাতে অ্যাকশন দৃশ্য থাকলেও কুংফু, ক্যারাতে, মার্শাল আর্টের অ্যাকশন জনপ্রিয় হয় 'লড়াকু' দিয়েই। এই সিনেমার মাধ্যমে ১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। সিনেমাটি পরিচালনা করেছিলেন শহীদুল ইসলাম খোকন।

ঢাকাই বাংলা সিনেমার 'ব্রুস লি' বলা হতো তাকে। আশি ও নব্বইয়ের দশক মার্শাল আর্টে ঢাকাই সিনেমার জগতকে মাতিয়ে রেখেছিলেন তিনি। আজ ৩ মে 'অ্যাকশন কিং' নায়ক রুবেলের ৬৩ তম জন্মদিন।

'লড়াকু'র নায়ক রুবেল তার জন্মদিনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'জন্মদিনের সারাদিন আমার কেক কাটতে চলে যায়। গতরাত থেকে এই কেক কাটার উৎসব শুরু হয়েছে। আজ বিকেলে গাজীপুরে আমার মার্শাল আর্ট স্কুলের সাড়ে ৪০০ ছাত্র নিয়ে কেক কেটেছি। একটু আগে আরেকটি স্কুলে গিয়ে কেক কাটলাম। এইভাবে অসংখ্য কেক কাটতে হবে। এইসব দেখে মনে হয় জীবন সুন্দর। সারা বিশ্ব থেকে আমার ভক্ত, ছাত্ররা ফোন করেন। মানুষের ভালোবাসা ছাড়া আর কিছু নেই।'

এক সময় মার্শাল আর্ট ঘরানার সিনেমা মানেই রুবেলের নাম উচ্চারিত হতো।

'লড়াকু' সিনেমার পরপরই রুবেল অভিনীত 'উদ্ধার', 'বীরপুরুষ', 'বজ্রমুষ্ঠি', 'হুংকার', 'বীরবিক্রম', 'আমিই শাহেনশাহ', 'বিষদাঁত', 'বজ্রপাত', 'ইনকিলাব' প্রতিটা সিনেমা সুপারহিট হয়েছিল।

'অ্যাকশন কিং' খ্যাত নায়ক রুবেল অভিনীত প্রতিটা সিনেমা দর্শক পছন্দ করতেন। তার অন্যতম কারণ তিনি খালি হাতে অ্যকশন দৃশ্যে অংশ নিতেন। পিস্তল কিংবা ভারী কোনো অস্ত্র ব্যবহার করতেন না। দর্শকের কাছে তাই আলাদা একটা চাহিদা ছিল এই নায়কের।

রুবেল অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'হুংকার', 'বিষদাঁত', 'বজ্রপাত' 'অকর্মা' 'ইনকিলাব'  'উত্থান পতন' 'সন্ত্রাস' 'শেষ আঘাত,' 'দেশ দুশমন', 'অর্জন', 'লাওয়ারিশ', 'অধিনায়ক', 'বীরযোদ্ধা', 'অন্যায় অত্যাচার', 'মহাগুরু', 'মিন্টু সম্রাট', 'লড়াই', 'সম্পর্ক  মহাশত্রু', 'মৃত্যুদণ্ড', 'মায়ের কান্না', 'টপ রংবাজ', 'চোখের পানি', 'জ্বলন্ত আগুন', 'বীরযোদ্ধা', 'সম্পর্ক', 'অপহরণ', 'ঘরের শত্রু', 'সতর্ক শয়তান', 'মীরজাফর', 'জ্বলন্ত বারুদ', 'ক্ষমা নেই', 'রাগী' ইত্যাদি।

রুবেল ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৭টি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। এছাড়া 'দ্য একশন ও্যারিয়রস' নামে নিজস্ব ফাইটিং গ্রুপ আছে তার, যারা অনেক সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন। সিনেমার পাশাপাশি রায়হান রাফী পরিচালিত ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'তে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেল।

রুবেল-হুমায়ুন ফরীদির সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় 'সন্ত্রাস' সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর প্রায় ৫০টি সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে। 'বিশ্ব প্রেমিক' ছিল তাদের ভিন্ন মাত্রার সিনেমা।

নায়ক রুবেলের পুরো নাম মাসুম পারভেজ। অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার ছোট ভাই। তাদের আরেক ভাই কামাল পারভেজ। তিনিও কিছু সিনেমা প্রযোজনা করেছেন। তিন ভাইকে 'বীরপুরুষ' সিনেমায় দেখা গিয়েছিল।

 

Comments

The Daily Star  | English

Political parties with phantom addresses queue for EC nod

In its application for registration with the Election Commission, Janatar Bangladesh Party has said its central office is located on the 12th floor of Darus Salam Arcade near the capital’s Paltan intersection.

1d ago