সাত মাস পর মাঠে ফিরছেন টের স্টেগেন

চোট কাটিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন আগেই। তবে বয়েচেক শেজনি দারুণ ছন্দে থাকায় এখনও মাঠে ফেরা হয়নি তার। অবশেষে বার্সেলোনার প্রথম একাদশে ফিরছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। সব ঠিক থাকলে আগামীকাল রাতে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে এই জার্মান গোলরক্ষক ফিরছেন বার্সেলোনার প্রথম একাদশে।

গত ২২ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে লা সেরামিকায় খেলতে গিয়ে গুরুতর চোট পান টের স্টেগেন। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই জার্মান। আগামী শনিবার ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেন ফ্লিক।

গত বছরের শেষটা ইনাকি পেনা গোলবার সামলালেও নতুন বছরের শুরু থেকেই গোলপোস্ট সামলাচ্ছেন পোলিশ গোলরক্ষক শেজনি। তার পরিবর্তে অন্তত এই ম্যাচে টার স্টেগেনকে একাদশে দেখা যাবে জানিয়ে ফ্লিক বলেন, 'টের স্টেগেন আগামীকাল মূল একাদশে ফিরছেন, এটাই স্বাভাবিক।'

ভায়াদোলিদ-বার্সা ম্যাচেই নিয়মিত গোলরক্ষকের জায়গায় টের স্টেগেনকে ফিরিয়ে আনা হবে কি না—এমন সরাসরি প্রশ্নে ফ্লিক মজা করেই জবাব দেন, 'আপনারা ঠিকই শুনেছেন!' এরপর সংবাদ শিরোনামের মতো করে যোগ করেন, 'মার্ক আগামীকাল খেলবে, এটাই তো বিষয়।' পরে হাসতে হাসতেই বলেন, 'তা হলে কি সংবাদ সম্মেলন শেষ? সব কিছু পেয়েছি তো?'

শেজনির প্রসঙ্গে ফ্লিক জানান, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে খেলায় তারও বিশ্রাম প্রয়োজন হতে পারে। 'টের স্টেগেনকে নিয়ে ভাবলে, এটা গোলরক্ষকদের জন্য ভালোই—যদি মাঝে মাঝে একটু বিশ্রাম পায়। মার্ক ভালো অবস্থানে আছে, তার অনুশীলন দেখে সেটা বোঝা যায়,' বলেন কোচ।

এই পরিবর্তন স্থায়ী হতে পারে কি না—এই প্রশ্নে সরাসরি কিছু বলেননি ফ্লিক, 'মৌসুমের শেষের জন্য আমি এখনই কিছু পরিবর্তনের কথা ভাবছি না। আগামীকাল মার্ক খেলবে, কিন্তু এটা কি এরপরও চলবে, জানি না... দিনশেষে, আমাদের বর্তমান নিয়েই বাঁচতে হয়, তাই না?'

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

2h ago