কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি: ৯ জন নিহতের কথা জানাল পুলিশ

ভ্যানক্যুভারে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। ছবি: রয়টার্স

কানাডার ভ্যানক্যুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৯ নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের বরাতে রোববার দুপুরে সিএনএন এ তথ্য জানিয়েছে।

ভ্যানক্যুভারে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের ভেতর একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা জানায়নি পুলিশ। পুলিশ বলছে, তারা 'নিশ্চিত' যে এটা সন্ত্রাসী কোনো ঘটনা নয়।

ঘটনার পরপরই ৩০ বছর বয়সী এক যুবককে উপস্থিত জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, এই যুবক আগেও তাদের নজরদারিতে ছিলেন।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, কানাডিয়ান কর্মকর্তারা এই ঘটনার পেছনে সন্দেহভাজনদের মানসিক সমস্যা দায়ী কিনা তা তদন্ত করছেন।

স্ট্রিট ফেস্টিভ্যালটি ছিল ফিলিপিনো ঐতিহাসিক বীর দাতু লাপু-লাপুর স্মরণে আয়োজিত একটি বার্ষিক উৎসব। লাপু-লাপু ১৫২১ সালে মাকতান যুদ্ধে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানকে পরাজিত করেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ২০২৩ সালে ২৭ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে লাপু-লাপু ডে হিসেবে স্বীকৃতি দেয়।

উৎসবের মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপর যখন মানুষ রাস্তার পাশে খাবার ও সাংস্কৃতিক প্রদর্শনী উপভোগ করছিলেন, তখন একটি এসইউভি গাড়ি দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। চোখের পলকে উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি এলোমেলোভাবে চালিয়ে বহু মানুষকে চাপা দেয়।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রিমিয়ার ডেভিড এবি ও ভ্যানক্যুভারের মেয়র কেন সিম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

11h ago