নির্বাচনের পরিস্থিতি কী, দেশে বর্তমান পরিস্থিতি কী—চীন কমিউনিস্ট পার্টিকে ব্রিফ করেছি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

সফররত চীন কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। শনিবার রাতে গুলশানের হোটেল ওয়েস্টিনে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকর্মীদের বলেন, 'আজকের বৈঠকটি ছিল চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির বৈঠক। একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা দেশের পলিটিক্যাল পার্টির মিটিং।'

তিনি বলেন, 'আমাদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক অনেক পুরোনো। মাঝে ১৫ বছর যোগাযোগটা ছিল না। কারণ ফ্যাসিস্ট সরকার সেটা অ্যালাউ করেনি। এখন আবার সেটা রিভাইভ করেছি। ফলে চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।'
 
কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আট সদস্যের প্রতিনিধি বৈঠকে ছিলেন। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবীর, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
 
বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ফখরুল বলেন, 'আপনি যে প্রশ্ন করেছেন, রিগার্ডিং ইলেকশন, এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।'
 
'আপনি জানেন, চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চাইনিজ গভর্নমেন্ট, তারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে তারা জেনেছে যে, নির্বাচনের ব্যাপারে পরিস্থিতি কী, দেশে বর্তমান পরিস্থিতি কী—আমরা সেটা তাদের ব্রিফ করেছি।'
 
বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কী আশা করছে জানতে চাইলে তিনি বলেন, 'তারা (চীন) সব সময় আশা করে বাংলাদেশে স্থিতিশীলতা, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় এবং দেশে একটা ডেমোক্র্যাটিক এনভায়রমেন্ট দেখতে চায়।'

Comments

The Daily Star  | English

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

1h ago