বহিঃশক্তি ফ্যাসিস্টদের উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 'আমরা একটি জাতীয় সংকট, ক্রান্তিকালের মধ্যে আছি। পাশের দেশসহ নানা শক্তি ওই পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষক। তারা ষড়যন্ত্র করেই চলেছে। বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদের নানাভাবে উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে।'

শুক্রবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে আয়োজিত গণসংহতি আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, 'আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, নির্বাচনে তা আরও বাড়বে। কিন্তু একটি যথাযথ রাজনৈতিক উত্তরণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে ন্যূনতম ঐক্য রক্ষা করতে না পারলে ফ্যাসিস্টরা এই সুযোগ গ্রহণ করবে এবং আমাদের অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইবে।'

'ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকবেন। নানা ঘটনা ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরি করে তারা বিচার, সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চায়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বিজয় আমাদের অনিবার্য।'

বাংলাদেশের রাজনীতির সংকট উত্তরণে তিনি জনগণের অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

সাকি বলেন, 'জুলাই আমাদের কয়েকটি বিষয়ে রায় দিয়ে গেছে। জুলাই শহীদ সারা দেশের মানুষদের এক সুতায় গেঁথেছিল। জুলাই পরিষ্কার করে বলছে—ঘৃণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। ঘৃণার, নির্মূলের রাজনীতি আওয়ামী লীগ করেছে। এর বদলে আমরা বৈষম্যহীন আর অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই।'

সমাবেশে সভাপতিত্ব করেন দলটির জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন।

নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশের আগে গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ ৫৪ জনের ছবি সম্বলিত একটি মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।

Comments

The Daily Star  | English
Dhaka traffic jam Jamaat rally 2025

Dhaka choked by gridlock as thousands head to Jamaat’s rally

Around 10,000 Jamaat volunteers were deployed to manage the crowd and coordinate traffic flow, particularly around Shahbagh

1h ago