কুয়েটে আন্দোলনকারী ৪ ছাত্র দুর্বৃত্তের হামলায় আহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থী দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

সূত্র জানিয়েছে, উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চলা আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন।

আজ শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়িগেট এলাকায় শহীদ মিনারের সামনে তাদের ওপর হামলা হয়।

আহত শিক্ষার্থীরা হলেন—কুয়েটের ১৯তম ব্যাচের ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ।

তাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ও থেঁতলানোর চিহ্ন রয়েছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, '১৯তম ব্যাচের চারজন শিক্ষার্থী কুয়েটের অদূরে ফুলবাড়ী গেটে খাবার খেতে গিয়েছিল। সেখানে তাদের মারধর করা হয়। এর আগে হামলাকারীরা তাদের বলে, ভিসি মাসুদকে কেন নামিয়েছিস!'

মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার আরিফ ইফতেখার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা ঘটেছে সন্ধ্যার পর। অফিস ছুটি থাকায় আমি চিকিৎসা কেন্দ্রের বাইরে আছি। তবে খবর পেয়েছি, তাদের (আহত শিক্ষার্থী) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে হাসপাতালে পাঠানো হয়নি।'

তিনি আরও বলেন, 'প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রুমে ফিরে বিশ্রাম নিতে বলা হয়েছিল, তবে তারা মেডিকেল সেন্টারেই বিশ্রাম নিচ্ছে।'

হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন।

Comments