জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

লালদিঘী ময়দানে হাজারো দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন ও খেলোয়াড়দের উৎসাহ দেন। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ।

আজ শুক্রবার বিকেলে লালদিঘী ময়দানে অনুষ্ঠিত এ আয়োজনে কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন।

ফাইনালে প্রায় ৪৫ মিনিট লড়াই করেন এই দুই ফাইনালিস্ট। গতবারও রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন শরীফ।

বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলীখেলার উদ্বোধন করেন। 

দেশের বিভিন্ন স্থানের মোট ৮০ জন প্রতিযোগিতায় অংশ নেন, যদিও নিবন্ধন করেছিলেন ১২০ জন।

প্রথম রাউন্ডের বিজয়ী ৪০ জন দুই হাজার টাকা করে পুরস্কার পান।

চ্যাম্পিয়ন শরীফ পুরস্কার হিসেবে পেয়েছেন ৩০ হাজার টাকা। তাকে একটি ক্রেস্টও দেওয়া হয়েছে।

রানারআপ রাশেদ পেয়েছেন ২০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।

চট্টগ্রাম সিটি করোপরেশনের মেয়র শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

লালদিঘী ময়দানে ও ময়দান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দেন।

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে যাওয়া এ আয়োজনটি শুরু হয়েছিল শহরের আগেকার বদরপাতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগরের হাত ধরে। কালক্রমে তারই নামানুসারে এটি পরিচিতি পেয়েছে 'জব্বারের বলীখেলা' নামে।

কালের ধারাবাহিকতায় এ আয়োজন এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নামকরা বলীরা (কুস্তিগীর) এই খেলায় অংশ নেন।

শুরুর ধারাবাহিকতা মেনে প্রতি বছর বাংলা সনের ১২ বৈশাখ এ খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে ১১ থেকে ১৩ বৈশাখ পর্যন্ত চলে বৈশাখী মেলা।

Comments

The Daily Star  | English

BNP shutting down Nagar Bhaban to realise demands by force: Asif Mahmud

Supporters of Ishraque today announced they would continue their sit-in tomorrow from 10:00am to 5:00pm

20m ago