‘খ্যাপাটে’ খ্যাত আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তির মৃত্যু

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো অরলান্দো গাত্তি রোববার মারা গেছেন। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) তার প্রয়াণের খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

কোমরের হাড় ভেঙে যাওয়ায় দুই মাস আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল 'এল লোকো' (খ্যাপাটে) খ্যাত এই প্রাক্তন তারকাকে। পরবর্তীতে নিউমোনিয়ার পাশাপাশি কিডনি জটিলতা ও হৃদরোগে আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সর্বাধিক ৭৬৫টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে গাত্তির। ১৯৬২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে মাঠ মাতিয়েছেন এই ফুটবলার। ৪৪ বছর বয়সেও বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের শুরুর একাদশে নিয়মিত খেলেছেন তিনি।

চাঁছাছোলা মন্তব্যের জন্য পরিচিতি ছিল গাত্তির। গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে খেলা প্রথম দিকের গোলরক্ষকদের মধ্যে একজন ছিলেন তিনি।

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক দিয়েগো ম্যারাডোনাকে একবার 'গোলগাল' বলে কটাক্ষ করেছিলেন গাত্তি। এর কয়েক দিন পরই ম্যারাডোনা তার বিপক্ষে চারটি গোল করে সেই মন্তব্যের জবাব দিয়েছিলেন।

১৯৭৭ সালে মহাদেশীয় প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেস জয়ী বোকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গাত্তি। পরের বছর নিজেদের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার কথা ছিল তার। কিন্তু বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে পাওয়া হাঁটুর চোটের কারণে তিনি ছিটকে যান।

জাতীয় দলের জার্সিতে ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত খেলেছেন গাত্তি। মাঠে নেমেছেন ১৮টি ম্যাচে। তিনি ১৯৬৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়া আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন।

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

9h ago