বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী ইংলিশ ক্লাবে খেলা কিউবা

ছবি: সংগৃহীত

আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনি হলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের (পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর) ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের প্রতিভাবান মিডফিল্ডার কিউবা মিচেল।

ইংল্যান্ডে জন্ম নেওয়া শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর ইতোমধ্যে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছে। এতে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। এরপর কানাডায় জন্মগ্রহণ করা মিডফিল্ডার শমিত সোমের লাল-সবুজ জার্সিতে খেলার ব্যাপারে অগ্রগতি হয়েছে। এবার বাফুফের নজর পড়েছে ১৯ বছর বয়সী কিউবার দিকে।

রোববার বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেছেন, তারা কিউবার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই তরুণ বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন, 'গতকাল (শনিবার) আমরা কিউবার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।'

কিউবা যেহেতু আগে অন্য কোনো জাতীয় দলে খেলেননি, তাই তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া তেমন জটিল হবে না উল্লেখ করে তিনি জানান, 'আগামী এক-দুই দিনের মধ্যে কিউবার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের আশা করছে বাফুফে। কিউবা রাজি হলে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে (ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের) ম্যাচে তাকে দেখা যেতে পারে।'

ইংল্যান্ডে জন্ম নেওয়া কিউবার ইংল্যান্ড, বাংলাদেশ ও জ্যামাইকার হয়ে খেলার সুযোগ রয়েছে। কারণ, তার মা বাংলাদেশের ও বাবা জ্যামাইকার। বিশেষ করে, জ্যামাইকা ফুটবল ফেডারেশন (জেএফএফ) গত কয়েক বছর ধরে তাকে পর্যবেক্ষণ করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ডের বর্ষীয়ান ফুটবল সাংবাদিক পিট ও'রোর্ক দাবি করেছেন, কিউবা ইতোমধ্যে বাংলাদেশের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত মাসে আলোড়ন তুলে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজার। এরপর কানাডা জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচ খেলা শমিতও প্রক্রিয়া শুরু করেছেন শেকড়ের টানে ফেরার। তার এজেন্টের আশা, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তার। সেই তালিকায় এখন যুক্ত হয়েছেন কিউবাও।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

1h ago