ফকিরাপুলে বাসায় রান্নার গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৩

রান্নাঘরে সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ফকিরাপুলে বাসায় রান্নার গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল সোয়া ১১টার দিকে ফকিরাপুল গরম পানির গলির একটি বাড়ির চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কামরুন্নেসা রোজিনা (৪৫), তার ছেলে রিয়াজ হোসেন (২১) ও কামরুন্নেসার বোন কুলসুমা আক্তার (৩০)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের অনার্সের ছাত্র রিয়াজ।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া ইব্রাহিম খলিল জানান, বাড়ির চতুর্থ তলায় ওই তিনজন ভাড়া থাকেন। বাসায় খাবার রান্না করে বিভিন্ন মেসে সরবরাহ করতেন তারা। সকাল থেকে বাসায় দুটি চুলায় রান্না চলছিল। এ সময় সেখানে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

খলিল আরও জানান, বাসাটিতে আগে তিতাসের গ্যাস লাইন ছিল। তবে বছরখানেক আগে সেই লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর থেকে গ্যাস সিলিন্ডারে দিয়ে রান্নার কাজ চলত। তাদের ধারণা, সেই সিলিন্ডারে লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, ফকিরাপুলের একটি বাসায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভে ফেলেন। ধারণা করা হচ্ছে, গ্যাস থেকে আগুন লেগেছে।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago