স্বামীর প্রশংসা করার দিন আজ

ছবি: সংগৃহীত

এপ্রিলের তৃতীয় রোববার আজ। কেন আলাদাভাবে বারটির নাম উল্লেখ করলাম? কারণ আজকের দিনটি স্বামীদের জন্য বিশেষ! আজ স্বামীর প্রশংসা করার দিন; ইংরেজিতে বললে, 'হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে'।

ডে'জ অব দ্য ইয়ারের তথ্য বলছে, প্রতি বছর এপ্রিলের তৃতীয় রোববার 'হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে' উদযাপন করা হয়।

সাধারণত আমরা বাবা দিবস, ভালোবাসা দিবস পালন করতে অভ্যস্ত। কিন্তু স্বামীর প্রশংসা দিবসের কথা অনেকে হয়তো আগে কখনো শোনেনি। তাই এই তথ্যটা কারো কারো কাছে অদ্ভুত শোনাতে পারে। সেই শোনাটাও খুব স্বাভাবিক! কারণ এটা কোনো আন্তর্জাতিক দিবস নয়, তাই ঘটা করে পালন করা হয়।

এই দিবসটি যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস। তবে সে দেশের জাতীয় দিবস হলেও কারো উদযাপন করতে বাধা নেই। তাই চাইলে আপনি আজকের দিনটি উদযাপন করতে পারেন। ছোট্ট কিংবা বড় আকারে স্বামীর প্রশংসা করতে পারেন। তাতে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না। বরং সম্পর্কের রসায়নটা আরও ভালো হবে। আর এই সম্পর্কগুলোই আমাদের হাসিমুখে বেঁচে থাকার রসদ জোগায়।

কিন্তু কীভাবে দিবসটি উদযাপন করবেন? একদম ঘরোয়া ভাবেই করতে পারেন। স্বামীর কোনো একটি গুণের প্রশংসা করুন। তার পছন্দের কোনো খাবার রান্না করুন। কিংবা বিকেলের অবসরটুকু তার সঙ্গে কাটাতে পারেন। এজন্য দূরে-কাছের কোথাও ঘুরতে যেতে পারেন।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

6h ago