মস্কোয় পুতিনের সঙ্গে কাতারের আমিরের বৈঠক আজ

রাশিয়ার প্রেসিডেন্ট ও কাতারের আমির ২০২৪ সালের জুলাই মাসে বৈঠক করেন। ফাইল ছবি: রয়টার্স
রাশিয়ার প্রেসিডেন্ট ও কাতারের আমির ২০২৪ সালের জুলাই মাসে বৈঠক করেন। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক অনুষ্ঠিত  হবে।

আজ বৃহস্পতিবার ক্রেমলিনের এক বিবৃতির বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাস এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, উভয় নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।  বাণিজ্য, অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক এজেন্ডার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে দুই নেতার।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকের আলোচ্যসূচিতে ইউক্রেন সংকট ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ আল-খুলাইফি এক সাক্ষাৎকারে তাসকে বলেন, শেখ তামিম বিন হামাদ আল থানি সিরিয়া, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ও কাতারের আমির সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছিলেন।

ওই বৈঠকে রুশ নেতা মস্কো ও দোহার মধ্যে সম্পর্কের বন্ধুত্বপূর্ণ ভিত্তি, বিনিয়োগ সহযোগিতার অগ্রগতি ও ক্রমবর্ধমান বাণিজ্যের দিকে ইঙ্গিত করেন।

দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিক উল্লেখ করে কাতারের আমির জোর দিয়ে বলেন, তার দেশ রাশিয়ার সহযোগিতার জন্য কৃতজ্ঞ।

এছাড়াও, উভয় রাষ্ট্রপ্রধান ফোনে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

২১ মার্চ টেলিফোনে এক কথোপকথনে তারা দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, বিনিয়োগ সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন এবং গাজা ও সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।

 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

8m ago