নতুন চোটে পুরনো দুঃখ ফিরল নেইমারের

চোটের সঙ্গে নেইমারের সখ্যতা নতুন কিছু নয়। দারুণ সম্ভাবনাময় ক্যারিয়ারের অপূর্ণতা কেবল এই চোটের কারণেই। আল হিলাল থেকে সম্পর্ক ছিন্ন করে, ক্যারিয়ারের শেষ প্রান্তে প্রিয় ক্লাবে ফিরে এসে সবার প্রত্যাশা ছিল একটি গৌরবময় পুনরুদ্ধারের। কিন্তু সেখানেও সেই একই বৃত্তে আবদ্ধ এই ব্রাজিলিয়ান।
সান্তোসে ফিরে নিজের প্রথম শুরুর ম্যাচের ৩৪ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হলেন এই ব্রাজিলিয়ান তারকা। আতলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। সন্দেহ করা হচ্ছে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই তারকা।
২০২৩ সালের অক্টোবরে এএলসিএল এবং মিনিসকাস ছিঁড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ফলে আল হিলালের ১৮ মাসের ক্যারিয়ারে খেলতে পেরেছেন মাত্র সাত ম্যাচ। এরপর সৌদির ক্লাবটি ছেড়ে সান্তোসে। কিন্তু চোট পিছু ছাড়েনি। বাঁ উরুর চোটে বাদ পড়েন ব্রাজিলের ম্যাচ ও করিন্থিয়ান্সের বিপক্ষে সেমিফাইনাল থেকেও।
তবে নেইমারের চোট আপডেট নিয়ে সান্তোস ক্লাবের মেডিকেল টিমের আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি। তবে এই ইনজুরি যদি গুরুতর হয়, তাহলে নেইমারের ক্যারিয়ারে আরও একটি বড় ধাক্কা হতে পারে।
Comments