ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ

স্টার ফাইল ফটো

দেশের বস্ত্র ও স্পিনিং খাতকে বাঁচাতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এক জরুরি বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

এ ধরনের আমদানি সীমিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের দুই সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, স্থানীয় উৎপাদনকারীরা আমদানিকৃত সুতার সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না। এর কারণ হিসেবে বলা হয়েছে যে, আমদানিকারকরা প্রায়ই চট্টগ্রাম বন্দর দিয়ে আনা চালানের তুলনায় স্থলবন্দর দিয়ে আনা চালানের মূল্য কম উল্লেখ করে।

স্থানীয় বস্ত্র শিল্প মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুতা আমদানি বন্ধের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গত রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, বুড়িমারী ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

কোভিড-১৯ মহামারির পর চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ২০২৩ সালের জানুয়ারিতে এসব বন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দেয়।

এদিকে, গত সপ্তাহে ভারত তাদের বিমানবন্দর ও সমুদ্রবন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের রপ্তানি পণ্য পরিবহন বিষয়ক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে।

 

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

6h ago