দিক পাল্টে ঘনীভূত হয়েছে লঘুচাপ, গরমে স্বস্তি দেবে বাতাস

এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না বোঝার জন্য আরও অপেক্ষা করতে হবে।
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর পাশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছিল। পরবর্তীতে দিক পাল্টে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

'যেহেতু এখন গরম অনেক বেশি, এটি ঘনীভূত হওয়ার উপযোগী পরিবেশ। আমরা ধারণা করছি, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না বা রূপ নিলে কোনদিকে যাবে, তা বোঝার জন্য আরও অপেক্ষা করতে হবে,' বলেন আবহাওয়াবিদ।

পূর্বাভাস অনুসারে, ফরিদপুর, ফেনী, যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে তা কিছুটা প্রশমিত হতে পারে।

এছাড়া, সারা দেশেই অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকায় কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago