ক্যারাম খেলা নিয়ে ২ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

স্টার অনলাইন গ্রাফিক্স

ক্যারাম খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া একটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভৈরবের আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর এ সংঘর্ষ হয়।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব দ্য ডেইলি স্টারকে সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সন্ধ্যার পর কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারাম খেলতে যান ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। 

সেখানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় তাদের। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন। 

পরে এ নিয়ে আজ সকালে আবার তর্কাতর্কি হয় তাদের মধ্যে। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, 'ক্যারাম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

9h ago