জমি দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, নিহত ১

নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঈদের দিনেও সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে ২ পক্ষের কয়েক দফা সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে খাগালিয়া গ্রামের বাসিন্দা জামাল মিয়া (৪৫) নিহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রামবাসীর বরাত দিয়ে নাসিরনগর থানা পুলিশ জানায়, খাগালিয়া গ্রামের বাসিন্দা ভলাকুট ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য রব মিয়া ও সাবেক সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকজনদের মধ্যে নতুন বাজার এলাকার সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

এই জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান আছে। শনিবার উভয় পক্ষের লোকজন জমিটি দখলে নিতে যায় এবং সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। 

ওসি মো. হাবিবুল্লাহ সরকার ডেইলি স্টারকে জানান, 'সরকারি খাস জমি দখল নিতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রব মিয়ার সমর্থক জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন।'

ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

7h ago