‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সঙ্গে সংহতি জানালেন বাংলাদেশি শিক্ষার্থীরা

গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুয়েট, চুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
এছাড়া, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ আরও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার ক্যাম্পাসে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে।
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান সহিংস হামলার মধ্যে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরা এর সঙ্গে একাত্মতা জানাচ্ছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪৬ জন ফিলিস্তিনি মারা গেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Comments