লিগ ওয়ান

৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি

ছবি: এএফপি

দরকার ছিল মাত্র একটি পয়েন্ট। দাপুটে পারফরম্যান্সে পিএসজি উপলক্ষটা রাঙাল জয় দিয়েই। অঁজিকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে নিজেদের শ্রেষ্ঠত্ব জারি রাখল লুইস এনরিকের শিষ্যরা। ছয় ম্যাচ হাতে রেখেই দলটি পেল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।

শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১-০ গোলে জিতেছে প্যারিসিয়ানরা। একপেশে ম্যাচের দ্বিতীয়ার্ধে খাভিচা কাভারাতস্খেলিয়ার পাস থেকে জাল কাঁপিয়ে পার্থক্য গড়ে দেন দিজিয়ে দুয়ে। স্বাগতিকদের জয়ের ব্যবধান অনেক বড় হতে পারত। কিন্তু আক্রমণের ঝড় বইয়ে দিলেও সেই অনুপাতে গোল মেলেনি তাদের।

এই জয়ে নিশ্চিত হয়েছে লিগ ওয়ানে পিএসজির টানা চতুর্থ ও সব মিলিয়ে রেকর্ড ত্রয়োদশ শিরোপা। সবশেষ ১৩ মৌসুমের ১১টিতেই তারা উঁচিয়ে ধরল ট্রফি। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ফ্রান্সের শীর্ষ লিগে তাদের দাপট কতটা।

১৮ দলের আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো পিএসজি। ২৮ ম‍্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের অর্জন ৭৪ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা মোনাকো পিছিয়ে রয়েছে ২৪ পয়েন্টে। পিএসজির শিরোপা জয় চূড়ান্ত হওয়ার পর খেলতে নেমে ব্রেস্তের মাঠে তারা হেরে গেছে ২-১ গোলে।

শক্তিতে অনেক পিছিয়ে থাকা অঁজিকে কোনো পাত্তাই দেয়নি পিএসজি। ম্যাচের ৮১ শতাংশ সময় বল পায়ে রাখা দলটি গোলমুখে শট নেয় ২০টি। এর মধ্যে লক্ষ্যে ছিল ছয়টি। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় কেবল একবার গোলের উল্লাস করতে পারে তারা। অন্যদিকে, সফরকারীরা গোলমুখে চারটি শট নিলেও কোনোটিই পোস্টে ছিল না।

ম্যাচের ৫৫তম স্কোরলাইনের অচলাবস্থা ভাঙেন তরুণ দুয়ে। কাভারাতস্খেলিয়ার বামপ্রান্ত থেকে ডি-বক্সে ফেলা ক্রসে ভলি মেরে বল জালে পাঠান তিনি। দারুণ ছন্দে থাকা ১৯ বছর বয়সী উইঙ্গারের চলমান লিগে এটি পঞ্চম গোল।

চলমান ২০২৪-২৫ মৌসুমে আরও দুটি শিরোপা জেতার সুযোগ রয়েছে এনরিকের দলের। ইতোমধ্যে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আর অধরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার খোঁজে থাকা পিএসজি পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।

Comments

The Daily Star  | English

Yunus lands in Chattogram for day-long visit

He landed at Shah Amanat International Airport at 9:22am

57m ago