মার্চে রেমিট্যান্স এসেছে রেকর্ড ২.৯৪ বিলিয়ন ডলার

রেমিট্যান্স, প্রবাসী আয়, কোটা সংস্কার আন্দোলন, কারফিউ, মোবাইল ইন্টারনেট বন্ধ,
ছবি: সংগৃহীত

চলতি মার্চের প্রথম ২৬ দিনে দেশে রেকর্ড দুই দশমিক ৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪৬ শতাংশ বেশি রেমিট্যান্স এলো দেশে।

সংশ্লিষ্টরা জানান, ঈদুল ফিতরের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এ মাসের শেষ নাগাদ রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যা এক মাসের সর্বোচ্চ।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদ ছাড়াও রাজনৈতিক পটপরিবর্তনের পর হুন্ডি ও অন্যান্য অবৈধ চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় রেমিট্যান্স বেশি আসছে।'

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

42m ago