‘জুনে ফিরছি’, ধন্যবাদ জানিয়ে বলে গেলেন হামজা

Hamza Choudhury

বাংলাদেশের ফুটবলের এমন জোয়ার বহুদিন দেখা যায়নি। হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয় ফুটবলে। ভারতের বিপক্ষে দারুণ খেলে ড্র করে  আপাতত যুক্তরাজ্যে ফিরে গেছেন এই তারকা। জানিয়ে গেছেন জুনে পরবর্তী ফিফা উইন্ডোতে আবার লাল সবুজ জার্সি গায়ে চাপাতে ফিরবেন তিনি।

গত মঙ্গলবার শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে মুগ্ধতা ছড়ান হামজা। গতকাল দলের বাকি সদস্যদের সঙ্গে দেশে ফিরলেও বেশি সময় থাকতে পারলেন না। বৃহস্পতিবার সকালেই তিনি ধরছেন ম্যানচেস্টারের ফ্লাইট।

শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার গতকাল ভারত থেকে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি ইংল্যান্ডগামী ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও, ফ্লাইটের সময়সূচী পরিবর্তনের কারণে হামজাকে রাজধানীতে এক রাত কাটাতে হয়।

হামজা আজ সকালে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হন, তবে তার আগে এত উষ্ণ অভ্যর্থনার জন্য ভক্ত এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে হামজাকে বলতে শোনা যায়, 'এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বোঝাতে পারব না। ধন্যবাদ, ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।'

এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। তখন ঘরের মাঠে খেলতে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা তারকাকে।

Comments

The Daily Star  | English

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

9h ago