সফলভাবে হার্টে রিং পরানোর পর তামিমের অবস্থা অনুকূলে: চিকিৎসক

medical brief for Tamim

সকালে বিকেএসপিতে খেলার মাঠে আচমকা অসুস্থ হওয়া তামিম ইকবালের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমকে বলেছেন, দেশের সাবেক এই অধিনায়কের অবস্থা অনুকূলে আছে, তবে গুরুতর সমস্যা হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার দুপুরে কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, 'আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা-সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে।'

তিনি যোগ করেন, 'উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।'

সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে যান মোহামেডানের তামিম। অধিনায়ক হিসেবে টসও করেন তিনি। এরপরই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম। স্থানীয় ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থবোধ করায় মাঠে ফিরে আবার অসুস্থ হন। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার চেষ্টা হয়। কিন্তু তখন চিকিৎসকরা পরামর্শ দেন দ্রুত ওই হাসপাতালেই চিকিৎসা করাতে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago