‘জ্বীন থ্রি’ নিয়ে যা বললেন সজল

আব্দুন নূর সজল। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমার প্রচারণা নিয়ে। আসছে ঈদে তার অভিনীত 'জ্বীন থ্রি' মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

দ্য ডেইলি স্টারকে সজল বলেন, সত্যি কথা বলতে ঈদের আগের চলতি সময় খুবই অন্যরকমভাবে কাটছে। আমার নতুন সিনেমা 'জ্বীন থ্রি' মুক্তি পাচ্ছে। সেজন্য বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে যাচ্ছি, পত্রিকা অফিসেও যাচ্ছি। সময়টা ভীষণ উপভোগ করছি।

ইতোমধ্যে 'জ্বীন থ্রি' সিনেমার একটি গান খুব সাড়া পড়েছে সবার মাঝে। কন্যা শিরোনামের গানটির প্রশংসা করেছেন বিখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

গানটি নিয়ে সজল বলেন, কন্যা গানটির জন্য অসম্ভব সাড়া পাচ্ছি। দেশ-বিদেশ সব জায়গা থেকে প্রশংসা পাচ্ছি। এটি সিনেমা মুক্তির আগে ইতিবাচক দিক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দর্শকদের জন্য অনেক চমক থাকছে 'জ্বীন থ্রি' সিনেমায়। মুক্তির পরই তা দেখা যাবে রূপালি পর্দায়।

জ্বীন থ্রি কী ধরনের সিনেমা, জানতে চাইলে সজল বলেন, 'জ্বীন থ্রি' হরর সিনেমা। পাশাপাশি বিনোদন আছে। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। অ্যাকশন, ভয়, রোমান্স—সব আছে। দর্শকরা পুরোপুরি বিনোদন ও হরর সিনেমা দেখতে পারবেন।

সিনেমার পরিচালক সম্পর্কে এই অভিনেতা বলেন, ভীষণ পরিশ্রমী একজন পরিচালক। অসাধ্য সাধন করছেন। ভালো কিছু হবে তার পরিচালনায়।

অপর এক প্রশ্নের জবাবে সজল বলেন, ২০-২৫ দিন শুটিং করেছি। ভোর ৬টায় শুটিং শুরু করে টানা শুটিং করেছি। ইউনিটের কেউই বিরক্ত হননি। সবাই অসম্ভব পরিশ্রম করেছেন। এত ভোরবেলা উঠে আমরা রেডি হয়ে ক্যামেরার সামনে চলে গেছি।

আপনার অভিনীত চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং, প্রশ্নের জবাবে সজল বলেন, অনেক চ্যালেঞ্জিং। ভয়ের দৃশ্যগুলো আসলেই প্রচণ্ড কঠিন ছিল। পর্দায় দর্শকরা সেসব দেখে অবাক হবেন।

সজলের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। তার সম্পর্কে সজল বলেন, শুটিংয়ে ফারিয়াকে যতই দেখেছি, ততই বিস্মিত হয়েছি। কাজের প্রতি তার ডেডিকেশন-পরিশ্রম আমাকে বিস্মিত করেছে। ফারিয়া অনেক পরিশ্রমী।

দর্শকরা 'জ্বীন থ্রি' সিনেমাকে কতটা গ্রহণ করবেন, জানতে চাইলে সজল বলেন, 'জ্বীন' সিনেমায় আমি ছিলাম। দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। দ্বিতীয় সিক্যুয়ালে আমি ছিলাম না। এবার 'জ্বীন থ্রি'তে আছি। দর্শকরা এটিকে প্রচণ্ডরকমভাবে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।

দর্শকদের উদ্দেশে সজল বলেন, ঈদের ছুটিতে প্রেক্ষাগৃহে আসুন, জ্বীন থ্রি সিনেমা দেখুন। আপনাদের ভালো লাগবে এটুকু বলতে পারি।

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

9h ago