টাঙ্গাইলে গুলি ছুড়ে মহিষ বিক্রির ৭৮ লাখ টাকা ছিনতাই

সড়ক দুর্ঘচনা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় গোড়াই-সখীপুর সড়কে এই ঘটনা ঘটে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজশাহীর ব্যবসায়ী পিয়ারুল হোসেন, লিটন মিয়া, মনিরুল ইসলাম ও জোবেল হোসেন ২৮টি মহিষ নিয়ে কাইতলা হাটে এসেছিলেন। দুটি ব্যাগে মহিষ বিক্রির ৭৮ লাখ টাকা নিয়ে সন্ধ্যার পর তারা প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন।'

'পথে সাত-আটটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় এবং অস্ত্রের মুখে তাদের কাছ থেকে টাকার ব্যাগ দুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়,' বলেন তিনি।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) রেজওয়ান মাহবুব সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, 'ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

7m ago