আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়েই দেবো: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হুতি নেতা

মার্কিন হামলার জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের কার্গো জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ডাক দিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার রাতে এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দিয়েছেন হুতি নেতা আবদুলমালিক আল-হুতি।
এই ভাষণে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে 'লাখো মানুষের র্যালি'র ডাকও দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলায় ইয়েমেনে নারী-শিশুসহ অন্তত ৩১ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।
ইসরায়েলি জাহাজের ওপর নতুন করে হামলার হুমকি দেওয়ার পর পরই এই আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। যদিও জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরুর হওয়ার পর থেকে ইসরায়েলি জাহাজের ওপর কোনো হামলা চালায়নি হুতিরা।
রোববারের ভাষণে হুতি নেতা আরও বলেন, 'এই আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্র অবরোধের মুখে পড়বে।'
'আগ্রাসনের জবাব আমরা আগ্রাসন দিয়েই দেব। শত্রুর বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করব আমরা,' যোগ করেন তিনি।
গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা শুরু করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
এর ফলে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ নৌপরিবহনও ব্যাহত হয়। বৈশ্বিক বাণিজ্যিক নৌপরিবহনের ১২ শতাংশই চলাচল করে এ সাগর দিয়ে।
Comments