রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ রোববার সকালে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়ার তৈ মেদুং গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নির্মল খীসা। তিনি নানিয়ারচর উপজেলার নানিয়াচর ইউনিয়নের ইউনিয়নের তৈ-চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তৈ মেদুং গ্রামে একদল সশস্ত্র দুর্বৃত্ত নির্মলকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, এই হত্যাকাণ্ডের পেছনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।

ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, নির্মল খামার পাড়া এলাকায় তার নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। সেখানে আগে থেকে লুকিয়ে থাকা পিসিজেএসএসের ৮-১০ জন সশস্ত্র সদস্য নির্মলকে গুলি করে হত্যা করেছে।

এই বিষয়ে পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, আমি রাঙ্গামাটি শহরে নেই, তাই ঘটনাটি আমার অজানা। তবে আমাদের কেউ এই হত্যাকাণ্ড ঘটায়নি। কারণ ওই এলাকায় আমাদের কোনো কার্যক্রমই নেই।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সাপছড়িতে নিহত ইউপিডিএফ কর্মী নির্মলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কেউ আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি।

Comments