খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের ৪ নেতাকর্মী নিহতের দাবি
খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৪ নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে দলটি। এছাড়া আরও দুই জনকে অপহরণের অভিযোগ তাদের।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পানছড়ির পুজগাংয়ের অনীলপাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানের সময় ইউপিডিএফ ডেমোক্রেটিক পার্টির হামলায় পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিনশা ত্রিপুরা নিহত হয়েছেন।
এ সময় হামলাকারীরা দুই জনকে অপহরণ করে নিয়ে যায় বলে দাবি করেন অংগ্য মারমা।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ গণতান্ত্রিক পার্টির এক নেতা অভিযোগ অস্বীকার করেন।
আজ সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশের টিম কাজ করছে। তদন্ত সাপেক্ষে আমাদের নজরদারির মধ্যে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments