উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, মৃত ৫১

উত্তর মেসিডোনিয়ায় কনসার্টে আগুন লেগে ৫১ জন নিহত হয়েছেন। ছবি: ইউএনবি
উত্তর মেসিডোনিয়ায় কনসার্টে আগুন লেগে ৫১ জন নিহত হয়েছেন। ছবি: ইউএনবি

উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও শতাধিক আহত হয়েছেন।

আজ রোববার বলকান অঞ্চলটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় একটি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওই নাইটক্লাবটিতে একটি কনসার্টে দেড় হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। এতে এডিএন নামের একটি ব্যান্ড দল গান পরিবেশন করছিল।

রাজধানী স্কপিয়ে থেকে ৬০ কিলোমিটার পূর্বের শহর কোকানিতে এই দুর্ঘটনা ঘটেছে। শহরটিতে ৩০ হাজারের মতো মানুষ বাস করেন।

শনিবার মধ্যরাতে কনসার্ট শুরু হয়েছিল। এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন তরুণ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটিকে আগুন গ্রাস করে নিয়েছে। রাতের আকাশে কুণ্ডলী পাকানো ধোঁয়া উড়ছে।

আতশবাজির যন্ত্র থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago