আইপিএলের শুরুতে বুমরাহকে পাবে না মুম্বাই

Jasprit Bumrah

জানুয়ারি মাস থেকে পিঠের চোটের কারণে মাঠের বাইরে থাকা জাসপ্রিত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলের শুরুর দিকে থাকছেন না। পুরোপুরি সেরে উঠার পথে থাকা বুমরাহ বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সের মেডিকেল টিমের ছাড়পত্রের সাপেক্ষে এপ্রিলের শুরুতে স্কোয়াডে যোগ দেবেন। অর্থাৎ মার্চে মাসে মুম্বাইর হয়ে প্রথম তিন ম্যাচে তাকে পাওয়া যাবে না।

গত ৪ জানুয়ারি সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছিলেন বুমরাহ। কোমরের নিচের অংশের চোটে বিশ্বের এক নম্বর পেস বোলার চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারেননি। তাকে ছাড়াই চলতি মাসের শুরুতে ভারত জিতেছে।

জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার সময়, ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার বলেছিলেন যে বিসিসিআই মেডিকেল টিম বুমরাহকে কমপক্ষে পাঁচ সপ্তাহের জন্য (এসসিজি টেস্ট থেকে) বিশ্রাম নিতে বলেছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছিল, বুমরাহকে ভারতের অস্থায়ী দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি ফেব্রুয়ারির শুরুতে নতুন স্ক্যানের জন্য বেঙ্গালুরুতে যান, কিন্তু অস্বস্তি বোধ করতে থাকেন। পরে চুড়ান্ত চলে থাকে রাখা হয়নি।

বুমরাহ ঠিক কতগুলি ম্যাচ মিস করবেন এবং ফেরার কোনো নির্দিষ্ট তারিখ আছে কি না, তা নিশ্চিত করা যায়নি।  আইপিএলের মুম্বাই'র প্রথম দুটি ম্যাচ অ্যাওয়ে: ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইতে অভিযান শুরু করার পর তারা ২৯ মার্চ আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে খেলবে। ৩১ মার্চ তারা ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে। এই তিন ম্যাচে নিশ্চিতভাবেই থাকছেন না বুমরাহ।

এপ্রিলের প্রথম সপ্তাহে মুম্বাই দুটি ম্যাচ খেলবে: ৪ এপ্রিল লখনউতে লখনউ সুপার জায়ান্টসেরবিরুদ্ধে এবং ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ আছে তাদের। এই দুই ম্যাচও অনিশ্চয়তায় বুমরাহ।

আইপিএলের পর ইংল্যান্ডে পাঁচ টেস্টে সিরিজ খেলতে যাবে ভারত। বুমরাহকে নিয়ে তাই কোনরকম ঝুঁকি নিতে চায় না বিসিসিআই।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

39m ago