'এখানে কেউ কি দেখেছেন, হুলিয়ান বল দুবার ছুঁয়েছে? হাত তুলুন'

আরও একবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলো অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে রয়ে গেছে বিতর্ক। টাই-ব্রেকারে হুলিয়ান আলভারেজের গোল বাতিল করা হয় বল দুই বার স্পর্শ করায়। তাতে অসন্তুষ্ট অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে।

বুধবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতনে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদকে টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ে ১-০ গোলে জয় তুলে নেয় স্বাগতিকরা। তবে প্রথম লেগে রিয়াল ২-১ গোলে জয় পাওয়ায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে।

তবে সব আলোচনা আলভারেজের গোল বাতিল নিয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন সিমিওনে। আলভারেজের সঙ্গে কথা হয়ে কি-না জানতে চাইলে বলেন, 'আপনি কি দেখেছেন? সে কি বল ছুঁয়েছিল? ভয় পাবেন না। এখানে কেউ কি দেখেছেন, জুলিয়ান বল দুবার ছুঁয়েছে? হাত তুলুন। অন্য প্রশ্ন করুন। আমি জুলিয়ানের সঙ্গে কথা বলিনি।'

'আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি, অসাধারণভাবে লড়াই করেছি, অতিরিক্ত সময়ে লিড বাড়ানোর সুযোগও ছিল। টাইব্রেকারে গিয়েছি, আমি এখনই রিপ্লে দেখলাম, রেফারি বলছেন যখন জুলিয়ান পেনাল্টির জন্য পা রাখে। সে তার পা বলের নিচে কিন্তু বল নড়েনি। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত, খুশি। আমরা দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি।'

তবে নিজেদের খেলা নিয়ে দারুণ সন্তুষ্ট এই আর্জেন্টাইন কোচ,'আমরা অবিশ্বাস্য একটি ম্যাচ খেলেছি, অনেক শক্তি, প্রচেষ্টা ও দলীয় সংহতি দেখিয়েছি। সত্যি বলতে, আমরা দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং শক্তিশালী খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দলকে ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছি।'

'যখন জুলিয়ান পা রাখে, বল একটুও নড়েনি। কিন্তু যদি ভিএআর ডাক দেয়—যা আমি কখনো পেনাল্টিতে দেখিনি—তাহলে ধরতে হবে, সে স্পর্শ করেছিল। আপনারা হয়তো দেখেছেন। আমাদের ছেলেরা কষ্ট নিয়ে মাঠ ছেড়েছে। সবাই ফাইনালে খেলতে চেয়েছিল, কিন্তু তারা জানে দলটি সর্বস্ব উজাড় করে দিয়েছে,' যোগ করেন এই কোচ।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

6m ago